ভান্ডারিয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- আপলোড সময়: ০১:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ২৬১ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় বিষধর সাপের কামড়ে সাবরিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাধানগর গ্রামের দিনমজুর মোস্তাকিন মৃধার স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।ইউপি সদস্য মোঃ জিয়াউল ইসলাম জনান, শুক্রবার সকালে শিশু সন্তানের খাবার রান্না করার জন্য জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষধর সাপ পায়ে দংশন করে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনাটি তার পরিবারের অন্য সদস্যদের জানালে তারা স্থানীয় কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত গৃহবধূর মুসা নামে দুই বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।