শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের কলাখালীতে গোসল করতে নেমে মোঃ ফারজিন খান (১২) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শিশু ফারজিন সদর উপজেলার দক্ষিণ পুখুরিয়ার টোনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
নিখোঁজ মাদরাসা ছাত্র ফারজিন খান খুলনার লবনচারা উপজেলার জিন্না পাড়া গ্রামের হাফিজ খানের ছেলে। সে খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদরাসার ছাত্র।
নিখোঁজ ছাত্রের মামা রিয়াজ মোল্লা বলেন, আজ দুপুরের দিকে তিনি, তার ভাগ্নে ফারজিনসহ আরো ৫-৬ জন মিলে বাড়ির সামনের টোনা নদীর ঘাটে গোসল করতে যান। এ সময় নদীতে বেশ স্রোত ছিলো। তাই ভাগ্নে ফারজিনকে পানি থেকে উঠতে বলে তিনি গোসল শেষ করে বাড়িতে চলে যান। কিছু সময় পর সেখানে থাকা অন্যরা গিয়ে ফারজিনকে নিখোঁজের খবর জানায়। বিষয়টি জেলা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়েও ফারজিনকে উদ্ধার করতে পারে নি।
এ ব্যাপারে সেখানে কাজ করা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. জাফর আহম্মেদ জানান, উদ্ধারের কাজে ফায়ার কর্মীরা কাজ করছেন।
শিশুটির পরিবারের কাছ থেকে জানাযায়, ফারজিন ঈদ উপলক্ষে মামা বাড়িতে বেড়াতে আসে। লকডাউনের কারণে খুলনা যেতে পারে নি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.