মঠবাড়িয়ায় পানিবন্দীদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ
- আপলোড সময়: ০১:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ৫৩৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় গত তিন দিনের ভারী বর্ষণে বলেশ্বর নদ তীরবর্তী বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারারচর এলাকায় পানিবন্দী হয়ে পড়া পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলান তালুকদার ভোলমারা চরের সোবহান হাওলাদারের পুত্র মাসুম হাওলাদার, শাহ আলীর পুত্র বশির হাওলাদার, সুমন হাওলাদারের স্ত্রী লাখি বেগম ও সোহেল হাওলাদেরর স্ত্রী কুলসুম বেগমকে নগদ ৫’শত টাকা করে প্রদান করে।অপর দিকে বিকেল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ভোলমারাচর ও নবীনগর এলাকার পানিবন্দী প্রায় শতাধিক পরিবারের মাঝে চিড়া, মুড়ি, চিনি, টোস্টসহ শুকনো খাবার বিতরণ করেন।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলান তালুকদার, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির হোসেন হাওলাদার, ভোলমারাচর সিকাদার বাড়ি জামে মসজিদের ইমাম মোঃ নুরুল ইসলাম, সমাজ সেবক সেকান্দার সিকদার ও কবির হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।