অ্যাম্বুলেন্সেই শপথ নিলেন গৌরনদীর নির্বাচিত চেয়ারম্যান

- আপলোড সময়: ০৩:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ৩০৩ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,বরিশাল প্রতিনিধি: অবশেষে অ্যাম্বুলেন্সের মধ্যে বসে শপথ গ্রহণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেলার একাধিকবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। অপর দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইউপি সদস্য মোঃ ফিরোজ মৃধাকে। নির্বাচনের দিন (২১ জুন) সহিংসতায় নিহতের ঘটনায় থানা পুলিশ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছিলো। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে ফিরোজ মৃধা জামিনে বের হয়েছেন।