মঠবাড়িয়ায় সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপলোড সময়: ১২:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ২৮৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জিয়া খান নাম এক ব্যক্তি কর্তৃক পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার সকালে সরকারি কলেজের কর্মকর্তা পরিষদে উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ ব্যানারে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিম উল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রফেসর গোলাম মোস্তফা উপজেলার বকসির ঘটিচোরা মৌজায় তার ভোগ দখলীয় জমিতে সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এতে জিয়া খান নামক এক ব্যক্তি সীমানা প্রাচীর নির্মাণে আপত্তি জানান। পরবর্তীতে জিয়া খান সীমানা নির্ধারণের জন্য পৌরসভায় আবেদন করলে পৌর কর্তৃপক্ষ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে নক্সা আকারে প্রতিবেদন প্রদান করেন। পরে প্রফেসর গোলাম মোস্তফা পৌর কর্তৃপক্ষের নির্ধারিত নক্সা অনুযায়ী সীমানা প্রাচীর নির্মাণ করেন। কিন্তু জিয়া খান পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত উপেক্ষা করে গত রোববার (২৫ জুলাই) সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে হেয় প্রতিপনś করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, ডাঃ রুস্তম আলী ফরাজী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফ, তুষখালী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুল্লাহ, সাফা কলেজের প্রভাষক এ,কে সাকিল আহমেদ, কে.এম.লতীফ ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ মশিউর রহমান মুর্তজা ও কলেজ ছাত্রলীগ নেতা মিজান ফরাজীসহ বিভিনś শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।