স্টাফ রিপোর্টারঃ বরগুনার পাথরঘাটায় জমি-জমা বিরোধের জের ধরে মাহবুবুর রহমান বাদল (৪২) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রফিকুল খান ও সরোয়ার খানের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় মোঃ মাহবুবুর রহমান বাদলকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
রোববার (২৫শে জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে মাহাবুবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত মাহাবুবুর রহমান একই গ্রামের মো. আব্দুর রশিদ খানের ছেলে।
অভিযুক্ত রফিকুল খান ও সরোয়ার খান একই এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। আহত মাহবুব রফিকুল ও সরোয়ারের আপন চাচাতো ভাই।
স্থানীয় মোঃ নুর আলম জানান, কিছু দিন ধরে মাহবুব ও তার চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ রোববার বিকালে মাহাবুবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় চাচাতো ভাই সরোয়ার খান। মাহবুবের সাথে কথা বলছিলো সরোয়ার খান। রফিকুল মাহবুবের পিছন থেকে এসে রামদা দিয়ে আঘাত করে। সরোয়ার ও রফিকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পারে স্থানীরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.