মোহাম্মদ সেলিম,ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবুল মনসুর মাষ্টার (৬৪) রোববার রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হসপিটালে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি…..রাজিউন। মরহুমের জানাযার নামাজ সোমবার বাদ জহুর দরিরামপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় । তার মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দসহ গভীর শোক ও সমবেদনা জানান।