প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২১, ১:৩১ পি.এম
যদি পারো সত্য বলো! কবিঃ তুলোশী চক্রবর্তী
কবিঃ তুলোশী চক্রবর্তী!!
যদি পারো সত্য বলো !!
কখনো মিথ্যে বোলো না,
সে সত্য অপ্রিয় হয় হোক
তবু বলো,গোপন রেখো না,
তুমি জানোনা প্রিয়
সত্য প্রকাশ পাবেই একদিন
তাই কারো চোখে ধুলো দিয়ে
ভালো সাঁজতে জেয়ো না।
তুমি সত্য কে মিথ্যে করতে পারো
তাই বলে মিথ্যে কখনো সত্য হতে পারেনা।
সত্য বলতে যদি হাজার কষ্ট ও পেতে হয়
তবু হোক,সত্য বলা ছেড়ো না।
আর যদি না পারো সত্য বলতে
তবে নিরব থেকো আজীবন
তবু কখনো মিথ্যে বোলো না,
সত্য বলে কাঁদো তবু ঈশ্বর ক্ষমা করে
তবে মিথ্যেবাদীর কোথাও জায়গা হয় না।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.