যদি পারো সত্য বলো !!
কখনো মিথ্যে বোলো না,
সে সত্য অপ্রিয় হয় হোক
তবু বলো,গোপন রেখো না,
তুমি জানোনা প্রিয়
সত্য প্রকাশ পাবেই একদিন
তাই কারো চোখে ধুলো দিয়ে
ভালো সাঁজতে জেয়ো না।
তুমি সত্য কে মিথ্যে করতে পারো
তাই বলে মিথ্যে কখনো সত্য হতে পারেনা।
সত্য বলতে যদি হাজার কষ্ট ও পেতে হয়
তবু হোক,সত্য বলা ছেড়ো না।
আর যদি না পারো সত্য বলতে
তবে নিরব থেকো আজীবন
তবু কখনো মিথ্যে বোলো না,
সত্য বলে কাঁদো তবু ঈশ্বর ক্ষমা করে
তবে মিথ্যেবাদীর কোথাও জায়গা হয় না।