ষ্টাফ রিপোর্টার: লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহের ভালুকা উপজেলায় লকডাইনের বিধি নিষেধ অমান্য করায় স্থানীয় প্রশাসন ৩৩ জনকে ২৯ টাকা জরিমানা করেছে। (২৩ জুলাই) শুক্রবার ভোর হতে বিকাল পর্ষন্ত স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মাঠে কাজ করছে। যারা অযথা ঘোরা ফেরা করেছে তাদেরকে সেনা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসা বাদে সর্তক করে ছেড়ে দিচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা বাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে । মহাসড়কে কিছু অটো রিকসা সিএনজি চলাচল করছে। বাস স্ট্যান্ডে গাড়ীর জন্য যাত্রিরা অপেক্ষা করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জন-সমাগম এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বিধি নিষেধ না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সালমা খাতুন পথচারী মোটর বাইক আরোহীদের বিভিন্ন অংকের অর্থদন্ড করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সালমা খাতুন বলেন, লকডাউন না মানা ও সরকারী বিধিনিষেধ না মেনে অযথা ঘোরাফেরা করার কারনে রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন/২০১৮ অনুসারে ৩৩ জনকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।