মঠবাড়িয়ায় ঈদের দিন বিকেলে সাপের দংশনে নারীর মৃত্যু

- আপলোড সময়: ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ৩৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদের দিন বিকেলে সাপের দংশনে সেফালী বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় দিকে তার মৃত্যু হয়। সেফালী বেগম উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুধ বিক্রেতা মানিক মিয়ার স্ত্রী। ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শেফালী বেগমের ছেলে নুর নবী জানান, বুধবার দুপুর দুইটার দিকে তার মা রান্না ঘরের কাঠ আনতে গেলে কাঠের মধ্যে থাকা বিষধর সাপ বের হয়ে তার পায়ের আঙ্গুলে দংশন করে। তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রান্না-বান্নার কাজ শুরু করেন। পরে তিনি বমি করা শুরু করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা সেফালী বেগমকে বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সিনহা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।