সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ার টিকিকাটায় ঈদ উপলক্ষে প্রান্তিক দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ২৪৯ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের প্রান্তিক দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ করেন টিকিকাটা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রান্তিক দুস্থ পরিবারের ৮৮৬ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের তার ব্যক্তিগত উদ্যোগে ৪ শতাধিক দুঃস্থ মানুষের মাঝে চাল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ইউপি সচিব আশুতোষ, ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :