মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-ময়মনসিংহের ত্রিশালে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মসজিদ ও মন্দিরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদ প্রয়াত রাশিদুল ইসলাম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ন আহবায়ক এএন এম শোভা মিয়া আকন্দ, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, বাসাস কেন্দ্রিয় কমিটির সমাজকল্যান সম্পাদক খোরশিদুল আলম মুজিব, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম প্রমূখ।