মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন

ভালুকায় শিয়ালের কামরে শিশু সহ ৫জন আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১১.১৫ এএম
  • ২১৩ বার পাঠিত

ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় এক পাগলা শিয়ালের কামরে শিশু সহ ৫জন আহত হয়েছে একই সময় একটি ছাগলকে কামরিয়ে আহত করে। জানাযায় (১৬ই জুলাই) শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের পূর্ববাজার এলাকায়  একটি শিয়াল হঠাৎ আচমকা ছোটাছুটি শুরু করে।এসময় শিয়ালটি বিভিন্ন বাড়ীর পাশে অবস্থানরত মানুষদের কামরিয়ে আহত করে।এসময় আঃ কদ্দুছ (৫৫) আঃ সহিদ (৫০) মোছাঃ ফিরুজা (৬০) মোছাঃ সোনিয়া (৮) বছরের এক শিশু সহ একজন অজ্ঞাত মহিলা ও একটি ছাগলকে শিয়ালটি কামর দিলে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এসময় অনেকে ভয়ে ঘরের দরজা জালানা লাগিয়ে বসে থাকে। পরে শিয়ালটি স্থানিয় কবির হোসেন সহ অনেকে পিটিয়ে মেরে ফেলার খবর শুনে এলাকায়  স্বস্তি ফিরে আসে এবং উৎসুক জনতা শিয়ালটি দেখার জন্য ভীর জমায়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs