মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনে দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে দলিল লিখক সমিতির কার্যালয়ে ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে দলিল লিখক সমিতির বর্তমান সভাপতি শরিফুল ইসলাম সরকার ও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দলিল লেখক সমিতির সদস্য আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে বর্তমান সাধারন সম্পাদক দুলাল উদ্দিন সরকার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সমিতির সদস্য আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সমিতির সিনিয়র সদস্য গনের আলোচনায় সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতিকুল ইসলাম তারা তাদের নিজের ইচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেন। যার ফলে তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে শরিফুল ইসলাম সরকার এবং সাধারন সম্পাদক হিসেবে দুলাল উদ্দিন সরকার নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি আব্দুল বারেক,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাফাত উল্লাহ সরকার, আবুল কাশেম,জালাল উদ্দিন ও আইনদ্দিন সরকার। নির্বাচনের শুরুতেই ভোটারদের শুভেচ্ছা জানিয়ে নির্বচনে সমিতির সকল সদস্য উপস্থিত হওয়ায় স্বাগত বক্তব্য রাখেন রেজিষ্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার হেলেনা পারভীন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.