ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় আর্টি কম্পোজিট এন্ড ডায়িং মিলের মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাক এর দু’পা কেটে ফেলেছে স্থানীয় জসিম পাঠান বাহিনী । এ অভিযোগ প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষেরে। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। আহত মিল মালিক আব্দুর রাজ্জাককে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় ১৪ জুলাই বুধবার সকালে ফ্যাক্টরীর পাশে সরকারী খালে মিলের বর্জ্য ও পানি নিষ্কাশনের পাইপ লাইন স্থাপনের কাজ করছিলেন এসময় আব্দুর রাজ্জাক শ্রমিকদের কাজ পরিদর্শণ গেলে ঘটনাস্থলে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় জসিম উদ্দিন পাঠান অতর্কিত ভাবে হামলা চালায় এবং কোন কিছু বুঝে উঠবার আগেই জসিমের দায়ের কুপে শিল্পতি আব্দুর রাজ্জাকের দু’পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর্টি কম্পোজিট ডায়িং মিলের অ্যাডমিন ম্যানেজার আল আমিন জানান, জসিম পাঠান অতর্কিতভাবে তার স্যারের উপর হামলা করেন এবং কুপিয়ে দু’পা বিচ্ছিন্ন করে ফেলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে মিল কর্তৃপক্ষ। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মিল মালিকের উপর হামলার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।