মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে আড়াই বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ ৩ জন ভারতীয় নাগরিক। আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা নিকট ওই তিন জন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন।
হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন জন ভারতীয় নাগরিক আড়াই বছর কারাভোগের পর আজ ভারতে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিল।
ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০)। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ (৪০) ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.