সংবাদ শিরোনাম :
ভালুকায় দ্বিতীয় ধাপে টিকা দেয়া শুরু
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ৩৫৩ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। যারা আগে রেজিস্টেশন করেছে তারা টিকাদান কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন। আর মানুষ টিকার নেয়ার জন্য রেজিস্টেশন করছেন। ভালুকায় অবস্থানরত বিদেশী নাগরীকরাও টিকা নিতে কেন্দ্রে আসছেন। ভালুকায় প্রথম ধাপে প্রথম ডোজের টিকা নিয়েছে ৯ হাজার ৫শত ৩৮ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৫ হাজার ১শত ৮৫ জন। প্রায় ৪ হাজার মানুষ দ্বিতীয় ডোজের টিকার জন্য অপেক্ষা করছেন। ভালুকায় গত ১০ জুলাই পর্যন্ত ৬ হাজার ৪শত ৪৪ জনের নমুন পরিক্ষা করা হয়েছে এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছে ৭ শত ৮৮ জন। আইসোলেশনে রয়েছে ১ শত ২০ জন। ভালুকায় করোনা সনাক্তের হার ১২.৪৮%। এ পর্যন্ত মৃত্যুবরন করেছে ৮ জন। মৃত্যুর হার ১.০১%।
ট্যাগস :