ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের পূবালী ব্যাংক লিমিটেড, ভালুকা শাখায় চেক জমা দিয়ে দু’সপ্তাহেও টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত জুন মাসের ২৯ তারিখে সোনালী ব্যাংক ভালুকা শাখার (চেকনং-২২৬১১৪৮) একটি চেক এস.এম.শাহজাহান সেলিম তার নিজ নামে ভালুকা পূবালী ব্যাংক শাখায় জমা দেন। পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংক ভালুকা শাখার দুরত্ব ১০০গজের মতো হলেও চেকের টাকা সংগ্রহ করেনি পূবালী ব্যাংক, ভালুকা শাখা। এ ব্যপারে শাহজাহান সেলিম বলেন, প্রায় পনের দিন আগে আমার নিজ নামের একাউন্টে সোনালী ব্যাংক ভালুকা শাখার একটি চেক জামা দেই। বার বার খোঁজ নিয়েও ব্যাংক কর্তৃপক্ষের কাছে কোনো উত্তর পাইনি। পূবালী ব্যাংক ভালুকা শাখার ম্যনেজার মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন- আমাদের ব্যাংক হতে সোনালী ব্যাংকের দুরত্ব ১০০গজের মধ্যে থাকলেও লকডাউনে জনবল কম এবং কাজের চাপ বেশি থাকায় টাকা কালেকশন করতে পারে নাই। এছাড়া অনেকগুলো চেক একসাথে হয়নি তাই পাঠায়নি দু’এক দিনের মধ্যে হয়ে যাবে বলে আশ্বাস দেন।