বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

ছিনতাইকালে গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১, ৯.৫৬ এএম
  • ২২২ বার পাঠিত

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ও বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে শামীম মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ছিনতাইকালে ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি ও তার সহযোগী বেল্লাল হোসেন গুরুতর আহত হন। অভিযুক্ত শামীম মোল্লা উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে। সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দারকে হত্যাচেষ্টা মামলারও প্রধান আসামী। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভাই শিক্ষক জাকির হোসেন দর্জি রোববার রাতে শামীম মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বাবুরহাট বাজারের মোবাইল, বিকাশ, মোবাইল রিচার্জ ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ ৩ লক্ষাধিক টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসামাত্র ছিনতাইকারী শামীম মোল্লা ও তার সহোযোগীরা ওই ব্যবসায়ীকে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তার ডাকচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে শামীম মোল্লাকে আটক করে গণধোলাই দেয় কিন্তু অন্যান্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ছিনতাইকারী শামীম মোল্লাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, আটককৃত শামীম মোল্লাকে চিকিৎসা দিয়ে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs