ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় শনিবার (১০ জুলাই) লকডাউনের ১০ম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমন নিয়ন্ত্রণে ভালুকার বিভিন্ন এলাকায় ভ্রম্যমান আদালতে ১৮ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) মোঃ মাইনউদ্দিন পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে বিনা কারনে বাহিরে ঘোরাফেরা ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ মোতাবেক ১৮ জন পথচারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনায় লকডাউন বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.