ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বর্তা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান শনিবার বিকেলে তার নিজ ঘরে ইলেক্ট্রিশিয়ান দিয়ে ওয়ারিংয়ের কাজ করাচ্ছিলেন। এসময় আব্দুল মান্নান ইলেক্ট্রিশিয়ানকে সাহায্য করতে গেলে সংযোগ চালু থাকায় অসাবধানতাবসত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পর ডাক্তার আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.