ময়মনসিংহ ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ২২মণ ওজনের ষাড় লাল বাদশা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / ৬০৬ বার পড়া হয়েছে

টি.আই সানি,নিজস্ব প্রতিনিধিঃ সাড়ে ২২ মণ ওজনের লাল বাদশা, চলন-বলনেও আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে ‘লাল বাদশা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মনোহরপুর গ্রামের উজ্জ্বল কবির তিন বছর ধরে লালন-পালন করে আসছেন লাল বাদশা নামক ষাড় গরুকে। ৬৩ হাজার টাকায় শাহীওয়াল জাতের ষাঁড় বাচুরটি ক্রয় করেছিলেন একই উপজেলার জামিরদিয়া গ্রামের নবী হোসেনের ছেলে তাজুল ইসলাম এর কাছ থেকে। এবারের ঈদে শাহীওয়াল জাতের ওই ষাঁড় গরুটি ন্যায্য মূল্য পেলে বিক্রি করবে উজ্জল কবির। ঈদ উল আজহাকে সামনে রেখে উপজেলার হাটে এটি হবে অন্যতম চমক। উজ্জ্বল কবির বলেন, ২২.৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা। তবে বাড়ি থেকে কেউ কিনতে চাইলে আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন বলে জানান তিনি।গরুর হাটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রচার হয়ে আসছে লাল বাদশার কথা। লাল বাদশাকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক মানুষ। শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের উজ্জ্বল কবির বাড়িতে গিয়ে দেখা যায়, ১৫ থেকে ২০ জন মানুষের জটলা। কেউ সেলফি তুলছেন। আবার কেউ শুধু ষাঁড়টির ছবি তুলছেন নিযে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন। তাদেরই একজন বাসু মিয়া বলেন, অনেক আগে থেকেই শুনে আসছি অনেক বড় একটি ষাঁড় আছে মনোহরপুর গ্রামে। তাই আমি ও আমার বন্ধুদের নিয়ে দেখতে আসলাম। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রাম থেকে দেখতে আসা মোকলেছুর রহমান বলেন ষাঁড়টি দেখতে আমাদের গ্রামের অনেকেই দেখে গেছেন তাই আমিও দেখতে এসেছি ষাঁড়টি যেমন লাল তেমনি নাম রাখা হয়েছে লাল বাদশা তাই ষাঁড়টির সাথে ছবি তুলে নিয়া গেলাম। ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তালয়ের ডাঃ হক সাহেব বলেন,সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লাল বাদশা নামে ষাঁড়টি লালন-পালন করেছেন মালিক। কোনো সৌখিন ক্রেতা ষাঁড়টি উপযুক্ত দাম দিয়ে কিনলে মালিক উৎসাহিত হবেন। ষাঁড়টির লালন-পালনকারী উজ্জ্বল কবির একজন ভালো উদ্যোক্তা। ষাঁড়টি খুব শান্ত স্বভাবের। প্রথম থেকেই আমি ষাঁড়টির সব ধরনের চিকিৎসা করে আসছি।লাল বাদশাকে কেনার জন্য যোগাযোগঃ- ০১৯৩১-৯৯৫৫১৭, ০১৯৮৭-৫১০৪৩৪ নাম্বারে যোগাযোগ করা যাবে উজ্জল কবিরের সাথে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাড়ে ২২মণ ওজনের ষাড় লাল বাদশা

আপলোড সময়: ০২:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

টি.আই সানি,নিজস্ব প্রতিনিধিঃ সাড়ে ২২ মণ ওজনের লাল বাদশা, চলন-বলনেও আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে ‘লাল বাদশা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মনোহরপুর গ্রামের উজ্জ্বল কবির তিন বছর ধরে লালন-পালন করে আসছেন লাল বাদশা নামক ষাড় গরুকে। ৬৩ হাজার টাকায় শাহীওয়াল জাতের ষাঁড় বাচুরটি ক্রয় করেছিলেন একই উপজেলার জামিরদিয়া গ্রামের নবী হোসেনের ছেলে তাজুল ইসলাম এর কাছ থেকে। এবারের ঈদে শাহীওয়াল জাতের ওই ষাঁড় গরুটি ন্যায্য মূল্য পেলে বিক্রি করবে উজ্জল কবির। ঈদ উল আজহাকে সামনে রেখে উপজেলার হাটে এটি হবে অন্যতম চমক। উজ্জ্বল কবির বলেন, ২২.৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা। তবে বাড়ি থেকে কেউ কিনতে চাইলে আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন বলে জানান তিনি।গরুর হাটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রচার হয়ে আসছে লাল বাদশার কথা। লাল বাদশাকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক মানুষ। শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের উজ্জ্বল কবির বাড়িতে গিয়ে দেখা যায়, ১৫ থেকে ২০ জন মানুষের জটলা। কেউ সেলফি তুলছেন। আবার কেউ শুধু ষাঁড়টির ছবি তুলছেন নিযে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন। তাদেরই একজন বাসু মিয়া বলেন, অনেক আগে থেকেই শুনে আসছি অনেক বড় একটি ষাঁড় আছে মনোহরপুর গ্রামে। তাই আমি ও আমার বন্ধুদের নিয়ে দেখতে আসলাম। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রাম থেকে দেখতে আসা মোকলেছুর রহমান বলেন ষাঁড়টি দেখতে আমাদের গ্রামের অনেকেই দেখে গেছেন তাই আমিও দেখতে এসেছি ষাঁড়টি যেমন লাল তেমনি নাম রাখা হয়েছে লাল বাদশা তাই ষাঁড়টির সাথে ছবি তুলে নিয়া গেলাম। ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তালয়ের ডাঃ হক সাহেব বলেন,সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লাল বাদশা নামে ষাঁড়টি লালন-পালন করেছেন মালিক। কোনো সৌখিন ক্রেতা ষাঁড়টি উপযুক্ত দাম দিয়ে কিনলে মালিক উৎসাহিত হবেন। ষাঁড়টির লালন-পালনকারী উজ্জ্বল কবির একজন ভালো উদ্যোক্তা। ষাঁড়টি খুব শান্ত স্বভাবের। প্রথম থেকেই আমি ষাঁড়টির সব ধরনের চিকিৎসা করে আসছি।লাল বাদশাকে কেনার জন্য যোগাযোগঃ- ০১৯৩১-৯৯৫৫১৭, ০১৯৮৭-৫১০৪৩৪ নাম্বারে যোগাযোগ করা যাবে উজ্জল কবিরের সাথে।