মঠবাড়িয়ায় চুরি করতে এসে ধরা পড়েছে ডাকাত! হামলায় গৃহকর্তা গুরুতর আহত
- আপলোড সময়: ০১:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ৩১৬ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী ইউসুফ শরীফ ওরফে সুমন (৪৫) চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে। এসময় ওই ডাকাতের হামলায় গৃহকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়ীতে শুক্রবার গভীর রাতে দরজা কেটে ইউসুফ শরীফ ঘরে প্রবেশ করে। পরে মালামাল চুরি করার সময় ঘরের লোকজন টের পেয়ে কৌশলে তাকে ঝাপটে ধরে। এসময় চোর গৃহকর্তাকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় চোর ইউসুফ শরীফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ইউসুফ শরীফ উপজেলার ফুলঝুড়ি গ্রামের আঃ হক শরীফের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় গৃহকর্তা নজরুল ইসলামের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইউসুফ শরীফকে শনিবার আদলতে সোপর্দ করা হয়েছে।