ষ্টাফ রিপোর্টারঃ করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও হাট বাজার গুলোতে জন স্রোত। সারা দেশে করোনা সংক্রমণে মৃত্যুর মিছিলের মধ্যেও ভয়াবহ সংক্রমণ ঝুঁকিতেই ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড্ ষ্টোর বাজার ও স্কয়ার মাস্টারবাড়ী বাজারে।স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচা কেনা । বাজার গুলোতে মানুষের ঠাসা ভিড় ও জন স্রোত থাকায় সংক্রমণের ভয়াবহ রূপ নেওয়ার আশংকা। হাজার হাজার মানুষ কঠোর বিধিনিষেধের মধ্যেই আসছেন বাজারে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ক্রয় বিক্রয়ের ধুম।কারো মুখে মাস্ক নেই যদিও দুই একজনের মাস্ক আছে তাও আবার থুতলিতে। (৯ জুলাই) শুক্রবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী ও সিড্ ষ্টোর বাজারে দেখা যায় এমন চিত্র, সব বিধিনিষেধ উপেক্ষা করেই ভয়ংকর সংক্রমণ ঝুঁকিতেই ঠাসা ভিড়।এছাড়াও সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল ও ফ্যাক্টরির স্টিকার লাগিয়ে মিনি বাস গুলোতে যাত্রী পরিবহনে করতে দেখা গেছে। মিল শ্রমিক আবুল কাশেম বলেন, বাজার না করলে খাবো কি? শবজি বিক্রেতা সাইফুল বলেন সরকার কি বাসায় খাবার পৌঁছে দিবে, দিবেনা, খেয়ে আছি কি না খেয়ে আছি সে খবরতো কেউ রাখেনা।গেরাম থেকে কিছু কিছু শবজি কিনে বাজারে এনে বিক্রি করলে ৩/৪ শত টাকা পাই তা দিয়েই সংসার চলে। একদিন বাজারে না আসলেতো না খাইয়া মরতে অইবো। মুদি দোকানি আলিম উদ্দিন জানান দোকান না খোলে কি করবো পরিবারকেতো খাওয়াতে হবে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত মাঠে টহল দিচ্ছে বাজার গুলোতে।আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে আমরা আসলে সবাই দ্রুত দৌরে পালাতে দেখা যায়, আবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলে পূর্বের চিত্রই দেখা মেলে। সচেতন মহলের ধারনা চুর-পুলিশ খেলা বন্ধ করতে না পারলে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ার আশংঙ্কা রয়েছে তাই প্রশাসনকে আরও কঠোর হওয়া দরকার।