ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার (৯জুলাই) সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য বাখেন ভালুকা পৌরসভা মেয়র ডাক্তার মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শেলিনা রশিদ,ভালুকা মডেল থানা ওসি মোঃ মাহমুদুল ইসলাম,ভালুকা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাফুজ আরা বেগম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারাম্যান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এসময় বক্তারা বলেন উপজেলা প্রশাসন ,জনপ্রতিনিধি ও স্থানীয় স্বেচ্চাসেবকদের নিয়ে সম্মিলিত প্রচেষ্ঠায় মানুষকে সচেতন করে করোনা প্রতিরোধ করার আহ্বান জানান। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইনউদ্দিন।