শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া ও তুষখালী ইউনিয়নের কর্মহীন প্রায় ১২’শ মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেতমোর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অর্থ ও চাল বিতরণ করেন ইউ,পি চেয়ারম্যান দোলেয়ার হোসেন আকন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডাঃ শ্যামল দত্ত, ইউ,পি সদস্য জাহাঙ্গীর হোসেন খান, শহিদ মোল্লা, ওয়াদুদ সিকদার পিরু ও মোস্তফা মিয়া উপস্থিত ছিলেন। ইউ,পি চেয়ারম্যান দোলেয়ার হোসেন আকন জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া নগদ অর্থ ও চাল বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, ৫’শ জনকে নগদ অর্থ ও ১’শ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে।অপর দিকে তুষখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মহীন ৪২৪ জন মটরসাইকেল ও মাহেন্দ্র চালক এবং ১’শ জন চা দোকানদার মাঝেও সহায়তা প্রদান করা হয়েছে। তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, মটরসাইকেল ও মাহেন্দ্র চালকদের নগদ অর্থ এবং চা দোকানদারদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.