ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় তানজিনা আক্তার (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রির লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় (০৮জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওলাতলী গ্রামের তাজউদ্দিনের মেয়ে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী তানজিনা আক্তার সবার অজান্তে পাকঘরের আঁড়ার সাথে গলায় মাফলার প্যাচিয়ে আত্মহত্যা করে। খোঁজ পেয়ে নিহতের বাবা ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নিচে নামিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, প্রতিবেশি শিশির নামে এক ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। গত ৭ মাস ধরে মেয়েটির সাথে ওই ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন ছিলো। এরই জের হিসেবে হয়তো মেয়েটি আত্মহত্যা করতে পারে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.