ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে মঙ্গলবার রাতে এক কৃষকের পেঁপে বাগানের দুই শতাধিক চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা। বাগান মালিক বিল্লাল হোসেন জানান, তার স্ত্রী একটি পোষাক কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত। স্ত্রীর বেতন, তার নিজের আয়, গরু বিক্রির টাকা ও ধার দেনা করে তিনি ১৬ কাঠা জমিতে এক হাজার পেঁপের চারা রোপন করেন। এতে তার প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে বাগানে পেঁপে ধরতে শুরু করেছে।তিনি বাগানের পেঁপে বিক্রি করে অন্যের দেনা পরিশোধ করবেন। এবং দেনা পরিশোধের পরও তার প্রায় ১০ লাখ টাকা লাভ হবে বলে তিনি আশাবাদী বুধবার দুপুরে তিনি বাগান পরিচর্যা করতে গিয়ে দেখেন তার বাগানের প্রায় দুই শতাধিক চারা গাছ কেটে ফেলেছে। এতে তার ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি ঘটনাটির সঠিক বিচার দাবি করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি সদস্য আব্দুল খালেক জানান, ওই বাগানের দুই শতাধিক চারা রাতের আধাঁরে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। তদন্ত করে এর সঠিক বিচার দাবি করেন তিনি। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং একজন আটক করা হয়েছে।