ষ্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় ফজলুল হক (২৮) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি এতিমখানা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্থানীয় ক্রিস্টাল ফ্যাক্টরীর শ্রমিক উপজেলার আঙ্গারগাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলুল হক ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.