সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৩:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ২৮৫ বার পড়া হয়েছে
শাকিল আহমদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ কঠোর লকডাউনের মধ্যেও বিধি নিষেধ না মানায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) বশির আহমেদ পৌর এলাকা ও বড়মাছুয়াসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার ৬’শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা অমান্যকরণ ও করোনা ভাইরাস সংক্রমণ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ট্যাগস :