বেনাপোলে ঘরবাড়ি নেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের
- আপলোড সময়: ১১:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ২৩১ বার পড়া হয়েছে
ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ আব্দুল লতিফ একজন রনাঙ্গনের বীর মুক্তি যোদ্ধা। ৭১ সালে থ্রি নট-থ্রি রাইফেল নিয়ে শত্রুর মোকাবেলা করেছেন বেনাপোল ও চৌগাছা সীমান্তে। দেশ স্বাধীনের ৫০ বছরেও লতিফের ভাগ্য ফিরেনি। রিক্সাভ্যান চালিয়ে জীবনের ৩ ভাগ সময় পার করে এসেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ১০ হাজার টাকার পাওয়ার পর থেকে ছেড়েছেন রিক্সাভ্যান। নিজের কোন জমি নেয়, নেই মাথা গোজার কোন ঠাঁই। শ্বশুরের জমিতে কোন রকম একটা টিনের চাল আর বাঁশের বেড়া দিয়ে রাত যাপনের ব্যবস্থা হয়েছে। গত ৪০ বছর এভাবে যশোরের বেনাপোল পৌরসভার নামাজগ্রামের মাঝের পাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ কোনরকম কাটিয়ে দিচ্ছেন। দুস্থ মুক্তিযোদ্ধাদের সরকার জমি কিংবা ঘর করে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে আব্দুল লতিফ জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে ২ বার নাম দিয়েছি। আমার নামে বরাদ্ধ আসে না। যাদের বাড়ি ঘর আছে ঘুরেফিরে তাঁরাই সরকারের অনুদান পায়। এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মাদ দীনু বলেন, কয়েকজন অসচ্ছল মুক্তিযোদ্ধার নাম পাঠানো হলেও এবছর ৪ জনের নামে বরাদ্ধ এসেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আব্দুল লতিফ সরকারী বরাদ্ধ পায়।