মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে হিলিতে অভিনব কায়ায় ভারতীয় নেশা জাতীয় মাদক এমকে ডিল পাচারের সময় দুই মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ৬ জুলাই সকাল ৮ টার দিকে হিলি ঘোড়াঘাট সড়কের পালপাড়া নামক স্থানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আজিজার রহমান (৬০) ও একই গ্রামের জিয়াউর রহমান (৪৫)। হাকিমপুর থানার এসআই জুয়েল রানা জানান, ভারতীয় নেশাজাতীয় মাদক এমকেডিল একটি চার্জার ভ্যান যোগে দেশের অন্যত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পালপাড়া আনসার ব্যাটালিয়নের সামনে অভিযান চালিয়ে তেলের ড্রাম থেকে ৪০ বোতল এমকেডিল উদ্বার করা হয়। এবং এ অভিযোগে আজিজার ও ডিয়াউর রহমান নামের দুই মাদককারবারীকে আটক করা হয়।