মঠবাড়িয়ায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
- আপলোড সময়: ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ৪৩৩ বার পড়া হয়েছে
শাকিল আহমদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু শহরের বিভিন্ন স্থানের ৫০জন ছিন্নমূল মানুষের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার, মঠবাড়িয়া থানার এস,আই আসলামুর রহমান, উপজেলা প্রেসকাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মধু ও উপজেলা ভূমি অফিসের নাজির সুমন কৃষ্ণ বড়াল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জানান, জেলা প্রশাসকের নিদের্শনা অনুযায়ী ৫০জন ছিন্নমূল মানুষের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল মানুষের মাঝে ১০ কেজি চাল ও এক কেজি করে লবন, ডাল, আলু ও সয়াবিন তেল বিরতণ করা হয়েছে।