ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে কোভিড রোগীদের শ্বাসকষ্টের কথা ভেবে সমাজের একাধিক ও প্রতিষ্ঠান এগিয়ে এসে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন।প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম বেনাপোল পৌরসভা, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, সেচ্ছাসেবী সংগঠন জাগো সমাজ কল্যান সংস্থা, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, ট্রান্সপোর্ট ব্যবসায়ী কবির উদ্দিন গাজী প্রমুখ। ৩১টি অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবসায়ী কবির উদ্দিন গাজি এসব বিতরণ করছেন। তিনি জানান, ফোন পেলেই অক্সিজেন সিলিন্ডার কোভিড রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন। অক্সিজেন ফুরিয়ে গেলে আবার সিলিন্ডারে ভরে দিয়ে আসছেন। এছাড়া তিনি বেনাপোল পৌরসভার অক্সিজেন ব্যাংকে ১০টি এবং বেনাপোল ট্র্যান্সপোর্ট মালিক সমিতি অফিসে ৫টি সিলিন্ডার দিয়েছেন। কারো প্রয়োজন হলে ‘শুধুমাত্র ফোন করলেই গন্তব্যে পৌঁছে যাবে’ এসব অক্সিজেন সিলিন্ডার।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.