ময়মনসিংহ ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ২৫ কেজি ওজনের অজগর সাপ আটক

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / ২১৩ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়ায়(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে শুক্রবার দুপুরে গ্রামবাসি ১২ ফুট (৮ হাত) লম্বা একটি অজগর সাপ আটক করেছে। কৃষক মো.সফিজ উদ্দিন হাওলাদার এর বাড়ির মুরগীর খোপ থেকে গ্রামবাসি অজগরটি আটক করেন। অজগরটির ওজন আনুমানিক প্রায় ২৫ কেজি বলে গ্রামবাসি জানিয়েছেন। বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সমাজ সেবক মো.শাহ আলম সিকদার জানান, অজগরটি স্থানীয় কৃষক সফিজ উদ্দিনের মুরগীর বাচ্চা খেতে রাতে খোপে ঢুকে পড়ে। সকালে পরিবারের এক শিশু হাস-মুরগীর খোপ খুলতে গেলে অজগরটি দেখে চিৎকার দেয়। পরে গ্রামবাসি জড়ো হয়ে অজগরটিকে আটক করে। সাপটি ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের জিম্মায় রেখে বনবিভাগে খবর পাঠানো হয়েছে। এ বিষয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশনের সহকারি বন সংরক্ষক মো. জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিপন্ন অজগরটি জীবিত উদ্ধারের জন্য সুন্দরবনের বগী থেকে বনরক্ষীদের পাঠানো হয়েছে। উদ্ধারের পর অজগরটি সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করে দেওয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

মঠবাড়িয়ায় ২৫ কেজি ওজনের অজগর সাপ আটক

আপলোড সময়: ০৩:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

শাকিল আহমেদ,মঠবাড়িয়ায়(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে শুক্রবার দুপুরে গ্রামবাসি ১২ ফুট (৮ হাত) লম্বা একটি অজগর সাপ আটক করেছে। কৃষক মো.সফিজ উদ্দিন হাওলাদার এর বাড়ির মুরগীর খোপ থেকে গ্রামবাসি অজগরটি আটক করেন। অজগরটির ওজন আনুমানিক প্রায় ২৫ কেজি বলে গ্রামবাসি জানিয়েছেন। বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সমাজ সেবক মো.শাহ আলম সিকদার জানান, অজগরটি স্থানীয় কৃষক সফিজ উদ্দিনের মুরগীর বাচ্চা খেতে রাতে খোপে ঢুকে পড়ে। সকালে পরিবারের এক শিশু হাস-মুরগীর খোপ খুলতে গেলে অজগরটি দেখে চিৎকার দেয়। পরে গ্রামবাসি জড়ো হয়ে অজগরটিকে আটক করে। সাপটি ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের জিম্মায় রেখে বনবিভাগে খবর পাঠানো হয়েছে। এ বিষয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশনের সহকারি বন সংরক্ষক মো. জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিপন্ন অজগরটি জীবিত উদ্ধারের জন্য সুন্দরবনের বগী থেকে বনরক্ষীদের পাঠানো হয়েছে। উদ্ধারের পর অজগরটি সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করে দেওয়া হবে।