একটি পরিবার ধ্বংসে একটা মাদকাসক্ত ছেলেই যথেষ্ঠ…..মোহাম্মদ ইব্রাহীম
- আপলোড সময়: ০১:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ৪৫৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ একটি পরিবার ধ্বংসে একটা মাদকাসক্ত ছেলেই যথেষ্ঠ। যে পরিবারের ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়েছে ওই পরিবার বুঝে এর যন্ত্রণা কতটা ভয়াবহ। মাদক নির্মূল করতে না পাড়লে পরিবার ও সমাজকে ধ্বংস করে দিবে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কথাগুলো বলেছেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। তিনি শুক্রবার উপমহাদেশের আত্মধ্যাতিক সাধক আল্লামা রশিদ খান সূফি সাহেব হুজুর (রঃ) এর প্রতিষ্ঠিত মঠবাড়িয়ার সাপলেজা সালেহীয়া হোসাইনীয়া কমপ্লেক্স জামে মসজিদে জুম্মার নামাজের পূর্ব মূহূর্তে মুসল্লীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি স্যার মাদকের ব্যপারে জিরোটলারেন্স ঘোষণা করেছেন। এতে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও কোন ছাড় দেয়া হবেনা। মুসল্লিদের উদ্দেশ্যে মোহাম্মাদ ইব্রাহীম বলেন, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা সাধারণত পিতা-মাতার চেয়ে শিক্ষকদের সাথে বেশি সময় কাটান। কিন্তু করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এসব শিক্ষার্থীদের সাথে পিতা-মাতার একটু সময় বেশী দিতে হবে এবং সার্বক্ষণিক খোঁজখবর নিতে হবে। এসময় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, মাদক সেবনকারী ও এলাকার চোর-বাটপারদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। তথ্য প্রদানকারীর নাম আমরা সব সময় গোপন রাখব। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাপলেজা সালেহীয়া হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুর্তজা বিল্লাহ, স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া ও সালেহীয়া হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ সানাউল্লাহ প্রমুখ। মসজিদে মুসল্লীগণ ছাড়াও স্থানীয় ইউ,পি সদস্য ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন।