ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (১ জুলাই) করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের প্রথম দিনে ভালুকায় ভোর থেকে, নির্বাহী অফিসার, সহকারী কমিশনারের ৩ টি টিমের মাধ্যমে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভোরে দূরপাল্লার যানবাহন ছাড়া ট্রাক, অটো রিকসা, পিকআপ চলাচল করতে দেখা গেছে।
মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকালে অভিযান শুরু হলে রাস্তাঘাট ফাকা হয়ে যায়। সকাল থেকে সেনাবাহিনী, পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে।নির্দেশনা অমান্য করে মটর সাইকেল,প্রাইভেট গাড়ী চলাচল ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ মোতাবেক ১৯জন পথচারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.