মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে কঠোর লকডাউন

- আপলোড সময়: ০৮:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ৩৬৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কঠোরভাবে লকডাউন চলছে। শুরু থেকেই লকডাউন বাস্তবায়নে পৌরশহরের বহেরাতলা, মিরুখালী রোড, থানাপাড়া, হাসপাতাল সড়কসহ বিভিন্ন মোড়ে পুলিশী চেকপোষ্ট বসানো হয়।তাছাড়া সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে পৌর এলাকা এবং উপজেলার মাঝেরপুল, গুদিঘাটা, তুষখালী, সোনাখালী ও সাপলেজাসহ বিভিন্ন স্থানে মহড়া দেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের একটি দলও গুরুত্বপূর্ণ স্থানে টহলরত অবস্থায় ছিল। অপর দিকে মাস্ক না পড়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চার পথচারীর কাছ থেকে ৭ হাজার একশত টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জানান, লকডাউন সর্বাত্মকভাবে বাস্তবায়নের জন্য মঙ্গলবার রাতে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও মহড়া দেয়া হয়। এসময় মাস্ক না পড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে চার পথচারীকে অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই পুলিশ সদস্যরা পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, চলমান লকডাউনে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে কোন প্রকার ছাড় দেয়া হবে না।