মঠবাড়িয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার
- আপলোড সময়: ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ২৮৮ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইব্রাহীম বেপারী (২০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে। নিহত ইব্রাহীম উপজেলার বড়মাছুয়া গ্রামের আবু হানিফ বেপারীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া গ্রামের ইজিবাইক চালক ইব্রাহীম বেপারী রোববার রাতে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ্য অবস্থায় গভীর রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ইব্রাহীম মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের লোকজনের সাথে অভিমান করে ইব্রাহীম চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।