মোহাম্মদ সেলিম,ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এবছর সফল নারী হিসেবে ত্রিশালে পাঁচ নারীকে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন কেটাকরিতে সফলতা অর্জন করায় তাদেরকে জয়িতা-২০২০ ঘোষনা করা হয়েছে।জয়ীতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় উপজেলার বৈলর ইউনিয়নের আবুল কাশেমের স্ত্রী মিনারা খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ত্রিশালের অবিনাশ চন্দ্র দামের স্ত্রী বেবী রানী সরকার,সফল জননী হিসেবে ত্রিশালের গোয়াল পাড়া এলাকার খান মাসুদ করিমের স্ত্রী মাহমুদা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ত্রিশালের স্বরস্বতীকান্দা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী শাপলা আক্তার, সমাজ উনśয়নে অসামান্য অবদান রাখায় ত্রিশাল পৌরসভার উজানপাড়া এলাকার সেলিমুল হক তরফদারের স্ত্রী জাহিদা ইয়াসমিন। এবছর এ উপজেলায় ত্রিশাল পৌরসভাসহ ৪টি ইউনয়নের ইউনিয়নের চেয়ারম্যানগন যাচাই বাচাই করে সকল আবেদন কারীদের মধ্যে উল্লেখিত ৫জনকে জয়ীতা মনোনিত করার সম্মতি প্রকাশ করেন। পরবর্তী ত্রিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের সিন্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাক্ষর করে জয়ীতা হিসেবে ঘোষনা করেন।