কবিঃ-সালাহ উদ্দিন
মিথ্যা যদি করতে পারো বর্জন,
এটা হবে জীবনের শ্রেষ্ঠ অর্জন।
যেদিন পারবে মিথ্যা হতে মুক্ত,
সেদিন সত্যের সাথে হবে যুক্ত।
মিথ্যা না বললে সবই হবে সত্য,
পন্ডিত মহাজ্ঞানী’র লেখা হতে প্রাপ্ত তথ্য।
মিথ্যা ত্যাগ করে সত্য কথা বলা,
তা হবে সত্য ও ন্যায়ের পথে চলা।
একটি মিথ্যাকে একাধিক মিথ্যায় লুকাতে হয়,
মিথ্যা বর্জন করে সত্য বলতে হবে নির্ভয়।
মিথ্যাকে করো যদি উন্মোচন,
যার স্থায়িত্ব হবে অল্পক্ষণ।
ন্যায়ের পথে থেকে সত্য বলা,
এই হোক আগামীর পথচলা।
সবাই মিলে এই করি পণ,
এখন থেকে মিথ্যা করিব বর্জন।