ময়মনসিংহ ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু!!………………………………কবিঃ-সালাহ উদ্দিন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / ৯৫৮ বার পড়া হয়েছে

কবিঃ-সালাহ উদ্দিন!

বঙ্গবন্ধু মানে বাংলার বন্ধু,
শুধু বাংলার নয়, তুমি যে বিশ্ববন্ধু।
তোমার নেতৃত্বে এবং চেষ্টায় সর্বশেষ,
পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ।
তুমি ছিলে মহান নেতা,
বলতে নেই কোনো দ্বিধা।
ভালোবাসতো তোমাকে বাংলার জনতা,
তাইতো তুমি বাংলার জাতির পিতা।
ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান,
সকল আন্দোলনে ছিল তোমার অবদান।
রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষণ,
বর্তমানে তা বিশ্ব দলিল হিসেবে সংরক্ষণ।
৭ মার্চের ভাষণের কেঁপে উঠেছিল শহর ও গ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ডাক দিয়েছিল ৭ মার্চের ভাষণে,
প্রস্তুত হও যেতে হবে যুদ্ধের ময়দানে।
ভাষণে পেয়েছিল জনতা তোমারই প্রেরণা,
২৬ মার্চ কাগজে ও বেতারে তা হয় ঘোষণা।
তুমি যদি ধরা না দিতে,
পাকিস্তানের সেনাদের হাতে,
তাহলে সেদিন তোমাকে খুঁজিতে,
নিরীহ প্রাণ যেত বাংলার অলিতে গলিতে।
দীর্ঘ নয় মাস বন্দী ছিলে,
পাকিস্তান সরকারের জেলে।
লোভ-লালসা ভয়-ভীতি দেখিয়েছে নানা ভাবে,
মৃত্যুকে ভয় না করে রাজি হওনি তাদের প্রস্তাবে।
ছিলে বাংলার প্রাণপ্রিয় নেতা,
নির্দেশ অমান্য করেনি মুক্তিকামী জনতা।
তোমারই নির্দেশনা জনতা ঐক্য হয়,
নয় মাসের যুদ্ধে নিয়ে আসে বিজয়।
১০ জানুয়ারি ১৯৭২ এ দেশে আগমন,
শুরু করেছিলে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন।
চালু করতে চেয়েছিলে সর্বত্র বাংলা ভাষার প্রচলন,
জাতিসংঘ অনুষ্ঠানে দিয়েছিলে বাংলায় ভাষণ।
যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে তোমার দেয়া নির্দেশন,
তোমারই সরকার করেছিল বাস্তবায়ন।
১৫ আগস্ট ১৯৭৫ এর প্রভাতে,
শহীদ হও বিপদগামীসেনাদের গুলিতে।
স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন,
তোমারই কন্যা তা করছে বাস্তবায়ন।
হে বঙ্গবন্ধু ছিলে তুমি মহান,
আজীবন মানুষ করে যাবে সম্মান।
চলে গেছো ধরণী ছেড়ে,
আজও বেঁচে আছো কুটি কুটি মানুষের অন্তরে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

বঙ্গবন্ধু!!………………………………কবিঃ-সালাহ উদ্দিন

আপলোড সময়: ০৩:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

কবিঃ-সালাহ উদ্দিন!

বঙ্গবন্ধু মানে বাংলার বন্ধু,
শুধু বাংলার নয়, তুমি যে বিশ্ববন্ধু।
তোমার নেতৃত্বে এবং চেষ্টায় সর্বশেষ,
পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ।
তুমি ছিলে মহান নেতা,
বলতে নেই কোনো দ্বিধা।
ভালোবাসতো তোমাকে বাংলার জনতা,
তাইতো তুমি বাংলার জাতির পিতা।
ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান,
সকল আন্দোলনে ছিল তোমার অবদান।
রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষণ,
বর্তমানে তা বিশ্ব দলিল হিসেবে সংরক্ষণ।
৭ মার্চের ভাষণের কেঁপে উঠেছিল শহর ও গ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ডাক দিয়েছিল ৭ মার্চের ভাষণে,
প্রস্তুত হও যেতে হবে যুদ্ধের ময়দানে।
ভাষণে পেয়েছিল জনতা তোমারই প্রেরণা,
২৬ মার্চ কাগজে ও বেতারে তা হয় ঘোষণা।
তুমি যদি ধরা না দিতে,
পাকিস্তানের সেনাদের হাতে,
তাহলে সেদিন তোমাকে খুঁজিতে,
নিরীহ প্রাণ যেত বাংলার অলিতে গলিতে।
দীর্ঘ নয় মাস বন্দী ছিলে,
পাকিস্তান সরকারের জেলে।
লোভ-লালসা ভয়-ভীতি দেখিয়েছে নানা ভাবে,
মৃত্যুকে ভয় না করে রাজি হওনি তাদের প্রস্তাবে।
ছিলে বাংলার প্রাণপ্রিয় নেতা,
নির্দেশ অমান্য করেনি মুক্তিকামী জনতা।
তোমারই নির্দেশনা জনতা ঐক্য হয়,
নয় মাসের যুদ্ধে নিয়ে আসে বিজয়।
১০ জানুয়ারি ১৯৭২ এ দেশে আগমন,
শুরু করেছিলে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন।
চালু করতে চেয়েছিলে সর্বত্র বাংলা ভাষার প্রচলন,
জাতিসংঘ অনুষ্ঠানে দিয়েছিলে বাংলায় ভাষণ।
যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে তোমার দেয়া নির্দেশন,
তোমারই সরকার করেছিল বাস্তবায়ন।
১৫ আগস্ট ১৯৭৫ এর প্রভাতে,
শহীদ হও বিপদগামীসেনাদের গুলিতে।
স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন,
তোমারই কন্যা তা করছে বাস্তবায়ন।
হে বঙ্গবন্ধু ছিলে তুমি মহান,
আজীবন মানুষ করে যাবে সম্মান।
চলে গেছো ধরণী ছেড়ে,
আজও বেঁচে আছো কুটি কুটি মানুষের অন্তরে।