ভালুকায় যুবলীগ নেতাকর্মীদের হয়রানির অভিযোগ
- আপলোড সময়: ০৮:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ৩১২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের কমিটির বিরুদ্ধে ইস্যু করার জন্য ময়মনসিংহের ভালুকায় পার্কের নামে জমি জবরদখল ও ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ এনে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগের প্রতিবাদে হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পাড়াগাঁও চটানপাড়া নামক স্থানে গত ২০ বছর পূর্বে বেস্টওয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামে জমি ক্রয় করে নির্মাণ কাজ শুরু করেন। ওই সময় থেকেই স্থানীয় কিছু লোক পার্ক নির্মাণে বাধাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন।
সম্প্রতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ ওই প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করলে স্থানীয় একটি চক্র উপজেলা যুবলীগ সম্পাদক এজাদুল হক পারুলসহ কিছু নেতাকর্মীর নামে বিভিন্ন অভিযোগ এনে তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করছে।
উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল হাই এর ছেলে নুরুল হক সিদ্দিকী ওরফে টিপু গত বেশ কিছুদিন পূর্বে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। পরে সেটি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে অভিযোগ প্রত্যাহার করে নেন।
জমিদাতা ও স্থানীয় বাসিন্দা আবুল হোসেন (৬৫) জানান, ৮/৯ বছর ধরে বেস্টওয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের নতুন কোনো কাজ করতে দেখিনি। শুনেছি, স্থানীয় একটি চক্র সদ্য নিয়োগপ্রাপ্ত যুবলীগ নেতা নিপুণ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পারুলসহ কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ তুলেছে, যা আদৌ সত্য নয়।
উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ জানান, বর্তমানে হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করলেও নামধারী কিছু নেতা নৌকার সঙ্গে বেঈমানী করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচন করেছেন এবং ওই সব নেতারাই প্রকৃত আ’লীগের কর্মীদেরকে প্রতিনিয়তই হেয় প্রতিপন্ন করছে।
প্রসঙ্গত, গত ২০ জুন বিকালে উপজেলা যুবলীগ নেতাকর্মীদের জড়িয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়। এরই প্রতিবাদে বিকালে যুবলীগ কার্যালয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ সংবাদ সম্মেলন করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধালন সম্পাদক এজাদুল হক পারুল ও হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু প্রমুখ।