ভালুকায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

- আপলোড সময়: ১১:২৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ৪৫৫ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভালুকায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৮০ নং পাখির চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। আলোচনা সভায় আলহাজ্ব ইদ্রিস আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, শিক্ষাবিদ খায়রুল আলম মল্লিক, সিডস্টোর বাজার ব্যাবসায়ি সমিতির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবু সাঈদ, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, পিটিএ কমিটির সভাপতি এবি সিদ্দিক সোহেল, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সদস্য তোফায়েল আহমেদ শফিক, আব্দুল হালিম হৃদয়, শাহাজাদী গোলজার বেগম,আমিনা বিলকিস প্রমূখ। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।