ত্রিশালে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির কাগজপত্র ও নতুন ঘরের চাবি হস্তান্তর
- আপলোড সময়: ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ২৮৮ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকে:- মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায় আশ্রয়ণ-২ প্রকল্প আওতায় ময়মনসিংহের ত্রিশালে ভূমিহীন ৪০ পরিবারের মাঝে জমির কাগজপত্র ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ত্রিশালে ৪০ পরিবারের জমির কাগজপত্র ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। রবিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ঘর ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামিলীগের মুখপাত্র ফজলে রাব্বি, জেলা আওয়ািমলীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামিলীগের সদস্য ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল প্রমূখ।