শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ‘‘আমরা উপকূলবাসী দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি’’ এ প্রতিপাদ্যকে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র আয়োজনে শহরের সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়ে। এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র উপজেলা টিম লিডার ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা আরাফাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ইউনিয়ন টিম লিডার জাকির হোসেন, ইউনুচ মিয়া, আঃ কুদ্দুস মাষ্টার, পৌর টিম লিডার আবুল কালাম আজাদ ও বশির মৃধা প্রমূখ। কর্মশালায় ৮৫ জন ইউনিয়ন টিম লিডার ও ভলান্টিয়ারদের দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক প্রশিক্ষণ দেয়া হয়।