শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আ‘লীগ প্রার্থীর ৬ জন কর্মি আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় আ’লীগ সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন আকন (নৌকা) বাদি হয়ে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান (অটোরিক্সা) ও তার ভাই মিজানুর রহমান সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ জাকির হোসেন নামে এক জনকে গ্রেফতার করেছেন। মামলা সূত্রে জানা গেছে, আ’লীগ প্রার্থীর কর্মিরা সোমবার বিকেলে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কালিরহাট বাজারের ব্রিজের ওপর আসা মাত্রই ওঁৎ পেতে থাকা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আকাশ (২৮), আরিফ (২০), জলীল (৩০) , মারুফ (৩৫), জাহিদ (৩০), ছগির হোসেন (৪৫) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আকাশ, আরিফকে উনśত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাকির হোসেনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে । অন্য আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।