সংবাদ শিরোনাম :
ভালুকায় দুই কোটি টাকা মূল্যের ২একর বনভূমি উদ্ধার

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১২:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ৬৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিবাড়ী বিটের অধীনে হবিবাড়ী মৌজার সি এস ১৯ নং দাগে দুই কোটি টাকা মূল্যের দুই একর বনভূমি উদ্ধার করা হয়েছে।(১৬ জুন) বুধবার সকালে ভালুকারেঞ্জ কর্মকর্তা নূর মোহাম্মদ এর নেতৃত্বে জবরদখল উচ্ছেদ করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী বিট অফিসার মো.দেওয়ান আলী, হবিরবাড়ী বিট ও মেহেড়াবাড়ী ক্যাম্প এর সকল ষ্টাফদের সমন্বয়ে দিনব্যাপী বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়।
হবিবাড়ী বিট অফিসার দেওয়ান আলী জানান উক্ত বনভূমিটি দীর্ঘ দিন যাবৎ জনৈক ঢাকার বাসিন্দা মৃত গোলাম রব্বানীর ছেলে শিল্পপতি ইঞ্জিনিয়া সারোয়ার রব্বানী দখল করেছিল। বেদখল হওয়া সকল বনভূমি পর্যায়ক্রমে দখল মুক্ত করা হবে এবং দখলকারীদের তালিকা করে সকলের বিরুদ্ধেই আইনী ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :