রবিবার, ০৫ মে ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

ভালুকায় ব্যবসায়ীর টাকা ছিন্তাইয়ের অভিযোগে আদালতে মামলা তদন্ত করছে পিবিআই

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১, ১০.৩৯ এএম
  • ৩৩২ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ধান ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিন্তাইয়ের অভিযোগে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামালা দায়ের হয়েছে। মামলা নং ২৫৮/২০২১। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। গফরগাঁও উপজেলার পাগলা থানার বড় বরাই গামের আনিছ আহমেদ এর ছেলে মিজানুর রহমান নাইম বাদী হয়ে ভালুকা উপজেলার উড়াহাটি নদীরপাড় গ্রামের মগবুল হোসেন মন্ডলের ছেলে মোয়াজ্জেম হোসেন কাজল ও আসাদুজ্জামান বদরুল সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে ওই মামলা দায়ের করেন।মামলার অর্জিতে বাদী উল্লেখ্য করেন, গত ৭ মে ২০২১ইং ধান ক্রয়ের উদ্যেশ্যে গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার হইতে লড়ি ট্রাক যোগে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের স্বজনগাঁও গ্রামের দিকে রওনা দিলে উড়াহাটি গ্রামের আসামীদের বাড়ী সংলগ্ন ইটের সলিং শেষ সীমানাস্থ রাস্তার উপর ৫/৬ জন অজ্ঞাতনামাসহ আসামী গণ দেশীয় আস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও স্বাক্ষী দেরকে মারধর করে নগদ চার লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আসামীদের হামলায় লড়ি ট্রাকটির দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এসময় আসামীদের হামলায় বাদী মিজানুর রহমান নাইম ও মামলার এক নং সাক্ষী মোঃ সুজন মিয়া গুরুতর আহত হয় এবং গফরগাঁও স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। বাদী জানান, আসামীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার কারনে আসামীরা ক্ষুব্ধ হয়ে বাদী ও সাক্ষিদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানী করার হুমকি অব্যাহত রেখেছে। এবিষয়ে মিজানুর রহমান নাইম বাদী হয়ে পাগলা থানায় একটি জিডি করেন, জিডি নং ৪৬৩,তারিখ ১৪-৬-২০২১ইং। উল্লেখ্য জনৈক নিরিহ অটো রিক্সা চালককে তুচ্ছ ঘটনায় মারধর করার অভিযোগে গত ২০১৮ইং তারিখ মোয়াজ্জেম হোসেন কাজল ও আসাদুজ্জামান বদরুলের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি জিডি করেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs